দিল্লি বিশ্বের অন্যতম দূষিত শহর। এখানকার বায়ুদূষণ শুধু মানুষের স্বাস্থ্যের জন্যই নয়, হুমকি হয়ে দাঁড়িয়েছে ঐতিহাসিক স্থাপনার জন্যও।
লালকেল্লার লাল পাথরের দেয়ালে গড়ে উঠছে কালো আবরণ বা ব্ল্যাক ক্রাস্ট। বাতাসের দূষিত উপাদান আর আর্দ্রতার কারণে গড়ে ওঠা এ আবরণ ০.০৫ থেকে ০.৫ মিলিমিটার পর্যন্ত পুরু।
গবেষকরা বলছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয়, তবে নষ্ট হয়ে যেতে পারে লালকেল্লার সূক্ষ্ম খোদাই ও স্থাপত্য নিদর্শন।
আরও পড়ুন:
২০১৮ সালেই ভারতের সুপ্রিম কোর্ট সতর্ক করেছিল—দূষণে তাজমহলের সাদা মার্বেল হয়ে গেছে হলুদ ও সবুজাভ। এবার একই হুমকি দেখা দিচ্ছে লালকেল্লাতেও।
২০২১ থেকে ২০২৩ পর্যন্ত ভারত ও ইতালির গবেষকরা যৌথভাবে এই সমীক্ষা চালান। তাঁরা লালকেল্লার দেয়াল থেকে নমুনা সংগ্রহ করে নিশ্চিত হয়েছেন, বায়ুদূষণের ধূলিকণা—বিশেষ করে পিএম-২ এবং পিএম-১০ দেয়ালে জমে এই কালো স্তর তৈরি হয়েছে। এমনকি দেয়ালের ওপরের লাল রঙের আস্তরণ উঠে যাওয়ার মতো ঘটনাও চোখে পড়তে শুরু করেছে।
মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত এ লালকেল্লা শুধু দিল্লির ঐতিহ্যই নয়, ভারতের জাতীয় ইতিহাসের প্রতীক। এখান থেকেই ১৯৪৭ সালের স্বাধীনতার পর প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন জওহরলাল নেহরু। এখনও প্রতি বছর এখান থেকেই স্বাধীনতা দিবসে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী।
গবেষকরা বলছেন, সময়মতো সংরক্ষণ কৌশল না নিলে এই ঐতিহাসিক স্থাপনা ক্ষতির মুখে পড়বে। প্রাথমিক পর্যায়ে পাতলা স্তর অপসারণের পাশাপাশি বিশেষ সিল্যান্ট ব্যবহার করে পাথরকে সুরক্ষিত করার পরামর্শও দিচ্ছেন তারা।





