পেন্টাগনকে 'যুদ্ধ বিভাগ' হিসেবে নাম পরিবর্তন করলেন ট্রাম্প

ট্রাম্প ও পেন্টাগন
ট্রাম্প ও পেন্টাগন | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে 'যুদ্ধ বিভাগ' হিসেবে নাম পরিবর্তন করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে এ আদেশে সই করেন তিনি। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পেন্টাগনের নাম ডিপার্টমেন্ট অব ওয়ার বা যুদ্ধ বিভাগ হওয়াকে যুক্তিযুক্ত মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট।

এছাড়াও যুক্তরাষ্ট্রের কাছেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনা রয়েছে বলে মন্তব্য তার।

নির্বাহী আদেশে সইয়ের কিছুক্ষণ আগে এ কথা বলেন তিনি। অবশ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন এ নাম দ্বিতীয় বা গৌণ হিসেবেই ব্যবহার করা হবে বলে জানান ট্রাম্প।

আরও পড়ুন:

একইসাথে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে 'সেক্রেটারি অব ওয়ার' বা যুদ্ধমন্ত্রী করার নির্দেশ দেন তিনি।

হেগসেথ জানান, নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজের ধরণেও পরিবর্তন আসবে।

এখন থেকে প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণের দায়িত্বও থাকবে এ বিভাগের ওপর। এছাড়াও এর সেনা সংখ্যাও বাড়ানো হবে উল্লেখযোগ্য হারে।

সেজু