ইরানে ইসরাইলের হামলায় দুই দিনে নিহত ১২৮

ইসরাইলের হামলায় ইরানের একটি ক্ষতিগ্রস্ত এলাকা
ইসরাইলের হামলায় ইরানের একটি ক্ষতিগ্রস্ত এলাকা | ছবি: ফরচুন
0

ইরানে ইসরাইলের অতর্কিত বিমান হামলায় শুক্রবার (১৩ জুন) ও শনিবার (১৪ জুন) দুই দিনে ১২৮ জন নিহত হয়েছে। রোববার (১৫ জুন) দিবাগত রাতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার ও শনিবার ইরানজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ১২৮ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৯০০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে কমপক্ষে ৪০ জন মহিলা এবং বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে।

সেজু