অন্তর্বর্তী সরকারের সাথে কুর্দি সশস্ত্র বাহিনী এসডিএফ যোগ দেয়ায় আজ (মঙ্গলবার, ১১ মার্চ) মধ্য রাতে রাজপথে মিছিল করে উচ্ছ্বসিত সিরীয় জনতা।
সিরীয় জনতাদের একজন বলেন, ‘এ ধরনের চুক্তি আমাদের দরকার। যুদ্ধ, শরণার্থীর ভারে বিশ্ব ক্লান্ত। এই সময়ে এমন চুক্তি নতুন, গণতান্ত্রিক সিরিয়ায় শান্তি আনবে বলে আমরা আনন্দিত।’
আরেকজন বলেন, ‘আমরা এক কারণ আমরা সবাই সিরীয়। আল্লাহ যেন এ জাতিকে এভাবেই বিভক্তির হাত থেকে রক্ষা করেন এবং নিরাপদ রাখেন।’
আইএসের বিরুদ্ধে লড়াই করা যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, সংক্ষেপে এসডিএফের নিয়ন্ত্রণে সিরিয়ার তেলসমৃদ্ধ উত্তরপূর্বাঞ্চলের বড় অংশ। ১৪ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত প্রায় দেশটিতে বৈরিতা অবসানের লক্ষ্যে গোষ্ঠীটির সাথে সোমবার এসডিএফ-প্রধান মজলুম আবদির সাথে চুক্তিতে সই করেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
চুক্তি অনুযায়ী, উত্তরপূর্বের সব বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান, সীমান্ত, বিমানবন্দর এবং তেল ও গ্যাসক্ষেত্র সিরিয়ার রাষ্ট্রীয় সম্পদ হিসেবে কেন্দ্রীয় সরকারের অধীনে আসবে। একইসঙ্গে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের সমর্থকদের বিরুদ্ধে লড়াইয়ে দামেস্ককে সহযোগিতাও করবে এসডিএফ।
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, ‘৫৪ বছরের স্বৈরাচারী শাসনে সবচেয়ে বড় হাতিয়ার ছিল সাম্প্রদায়িক বিভক্তি। সিরিয়ায় আইনের শাসন আমরা নিশ্চিত করেছি। স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে দামেস্কে পৌঁছেছি, শোষিত মানুষের সুরক্ষায় কাজ করেছি। কোনো ধরনের রক্তপাত আমরা মেনে নেবো না। প্রতিটি হত্যার জবাবদিহিতা ও বিচার নিশ্চিত করা হবে তা সে যেই হোক না কেন।’
সিরিয়ার পূর্বাঞ্চলে সংখ্যালঘু আলাউইত মুসলিম ও নতুন সুন্নি ইসলামপন্থী শাসকগোষ্ঠীর সংঘাতে গেলো পাঁচদিনে প্রাণ গেছে দেড় হাজারের বেশি মানুষের। নারী, শিশু, সেনাসদস্য. সহিংসতা থেকে বাদ পড়েনি কেউই। সাবেক প্রেসিডেন্ট আসাদের ভাইয়ের প্রতি বিশ্বস্ত একটি সশস্ত্র গোষ্ঠী এবং অজ্ঞাত বিদেশি শক্তিকে সহিংসতার জন্য দায়ী করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট।
প্রতিবেশী তুরস্কের সমর্থনে ডিসেম্বরে আসাদ সরকারের পতন ঘটায় শারা বাহিনী। সরকার গঠনের পর প্রেসিডেন্ট শারা এসডিএফের সাথে শান্তিচুক্তি করলেও কুর্দি গোষ্ঠীটির সাথে সংঘর্ষে জড়িয়েছে তুরস্ক সমর্থিত অন্যান্য গোষ্ঠী। যদিও দেশে স্থিতিশীলতা ফেরাতে শারার প্রচেষ্টায় সমর্থন আছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ‘প্রেসিডেন্ট শারার মধ্যপন্থি ও শান্তিপূর্ণ অবস্থান এবং একইসাথে আইন লঙ্ঘনকারীদের প্রতি কঠোর বার্তাকে আমরা স্বাগত জানাই। তিনি প্রতিহিংসার ফাঁদে না পড়ে সবার অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা গড়ার চেষ্টা করছেন। এটি অব্যাহত থাকলে সিরিয়াকে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে।’
স্বায়ত্তশাসনের দাবিতে ৪০ বছর ধরে তুরস্কে লড়াইরত কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা আঙ্কারার সন্ত্রাসী তালিকাভুক্ত। তবে এ তালিকায় নেই আইএসবিরোধী এসডিএফ। প্রতিবেশী সিরিয়ায় অস্থিরতার জেরে কুর্দিদের সাথে দীর্ঘ সংঘাতে ইতি টানার চেষ্টায় বিঘ্ন ঘটবে বলে উদ্বিগ্ন আঙ্কারা।