ইউএসএআইডি ৬০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে সংস্থাটি মাঠ পর্যায়ে বেশিরভাগ কাজ চুক্তি ও অর্থায়নের মাধ্যমে অন্যান্য সংস্থার দ্বারা করে থাকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর হঠাৎ করেই সরকারি কর্মচারী থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ২২০০ কর্মীকে বেতনসহ ছুটিতে পাঠানোর কথা জানান ট্রাম্প। তবে দুটি সিদ্ধান্তই আদালতে আটকে গেছে। যদিও সংস্থাটির সদর দপ্তর পুনরায় চালু করা কিংবা সহায়তা কর্মসূচি শুরু করার আবেদন খারিজ করেন আদালত।
এ ঘটনার পর আবারো আলোচনায় ইউএসএআইডি। এবার সংস্থাটির অর্থায়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সিপিএসি) শেষ দিনে তিনি ওই মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশ ও ভারতকে ৫ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে দেশটিকে ২ কোটি ১০ লাখ ডলার সহায়তা দেয়া হয় বলে দাবি করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২ কোটি ১০ লাখ ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র।’
ইউএসএআইডি বিশ্বব্যাপী স্বাস্থ্য, দুর্যোগ ত্রাণ, আর্থ-সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, গণতান্ত্রিক শাসন এবং শিক্ষা সম্পর্কিত কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এছাড়া ক্ষুধার্ত দেশগুলোতে মানুষকে খাদ্য সরবরাহ করতে সহায়তা করে সংস্থাটি।
আর এটি একটি খুব উন্নত সিস্টেম চালায় যা বিভিন্ন দেশে দুর্ভিক্ষ শনাক্ত করতে সাহায্য করে থাকে। এ সিস্টেমটি ডাটা ব্যবহার করে ভবিষ্যতে কোথায় খাদ্যাভাব দেখা দিতে পারে সে বিষয়েও পূর্বাভাস দিয়ে থাকে।
সংস্থাটির বাজেটের একটি বড় অংশ মূলত স্বাস্থ্য কর্মসূচিতে ব্যয় হয় বলে জানা গেছে। যার মধ্যে এখনো যে সব জায়গায় পোলিও রয়েছে এমন এলাকাগুলোতে পোলিও টিকার কর্মসূচিতে সহায়তা দিয়ে থাকে। এছাড়া দীর্ঘদিন ধরে মহামারী তৈরি হতে পারে এমন ভাইরাসের বিস্তার রোধে সংস্থাটি কাজ করে আসছে।
বিবিসির দাতব্য সংস্থা বিবিসি মিডিয়া অ্যাকশন যা একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং যা বিবিসি নিউজ থেকে সম্পূর্ণ পৃথক একটি সংস্থা তারাও ইউএসএআইডি থেকে তহবিল পায়। ২০২৪ সালের একটি প্রতিবেদন অনুসারে, ইউএসএইড ৩ দশমিক ২৩ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।
ইউএসএইডের ব্যয়
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে আন্তর্জাতিক সহায়তায় ৬৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। এই মোট অর্থ বিভিন্ন মার্কিন ডিপার্টমেন্ট ও সংস্থার মধ্যে ভাগ হয়ে থাকলেও ইউএসএআইডির বাজেটের জন্য এখানে থেকে অর্ধেকেরও বেশি দেয়া হয়েছে, যা প্রায় ৪০ বিলিয়ন ডলার। এটি যুক্তরাষ্ট্রের মোট বার্ষিক সরকারি ব্যয়ের দশমিক ৬ শতাংশ।
ইউএসএইডের অর্থের সিংহভাগ ব্যয় হয় এশিয়া, সাব-সাহারান আফ্রিকা ও ইউরোপে। এছাড়া ইউক্রেনেও মানবিক সহায়তা দিয়ে আসছিল এ সংস্থাটি।
বিবিসি অবলম্বনে