সম্প্রতি দেয়া এক ঘোষণায় ইনবক্স সার্চ কোয়েরিতে এআই ফিচার যুক্ত করার কথা জানিয়েছে কোম্পানিটি। এটি সম্প্রতি ব্যবহার করা ইমেইল, কন্টাক্ট লিস্ট যাচাই করবে। এছাড়াও সবচেয়ে বেশি কার্যকর সার্চ ফিচারটি ব্যক্তিগত অ্যাকাউন্টে চালু হবে। তবে বিজনেস অ্যাকাউন্টে এ ফিচার কবে নাগাদ আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এআই ফিচার ব্যবহার না করতে চাইলে সে সুবিধাও রেখেছে গুগল। ব্যক্তিগত অ্যাকাউন্টে একবার মোট রিলিভেন্ট সার্চ রেজাল্ট চালু হওয়ার পর ব্যবহারকারী চাইলে আবার মোস্ট রিসেন্ট অপশনে ফেরত যেতে পারবেন।
তবে এআই ফিচার ব্যবহারে পারদর্শী হলে ব্যবহারকারীরা গুগলের আরো বিভিন্ন পরিষেবায় এটি সহায়তা দেবে। কেননা গুগল তাদের আরো পরিষেবায় এ সুবিধা যুক্ত করেছে। চলতি মাসেই গুগল সার্চ ও শপিং পোর্টালে এআই সুবিধা যুক্ত করবে অ্যালফাবেট মালিকানাধীন প্রযুক্তি কোম্পানিটি।—এনগ্যাজেট