বাংলাদেশে আসা ২৯ মিলিয়ন ডলার ব্যয়ের খাত জানালেন ট্রাম্প

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

বাংলাদেশে ইউএসএআইডির অর্থায়ন নিয়ে দ্বিতীয়বারের মতো মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশে ২ কোটি ৯০ লাখ ডলার গেছে রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালীকরণ ও তাদের সহায়তা করতে, যাতে তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে। এছাড়া ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে অর্থ সহায়তা নিয়েও কড়া সমালোচনা করেন ট্রাম্প।

ক্ষমতায় বসেই মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির বিশ্বব্যাপী কার্যক্রম স্থগিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটি যে বিভিন্ন প্রকল্পে অহেতুক অর্থ খরচ করতো তা আঙুল দিয়ে দেখিয়ে দিতে ভারত, বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গকে জড়িয়ে একের পর এক মন্তব্য করছেন ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার মেরিল্যান্ডের একটি মিলনায়তনের দলীয় অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো কথা বলেন বাংলাদেশ নিয়ে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার বা ২ কোটি ৯০ লাখ ডলার গেছে রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালীকরণ ও তাদের সহায়তা করতে। যাতে তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারেন।’

ভারত যেখানে যুক্তরাষ্ট্রের পণ্যে সর্বোচ্চ ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে, সেখান তাদের ভোটার উপস্থিতি বাড়াতে দেশটিতে কোনো ২ কোটি ১০ লাখ ডলার দেয়া হলো তা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম-অধিবেশনে দেয়া ভাষণে ভারত ও বাংলাদেশে অর্থায়নের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। ওই দিনে দাবি করেন, ভারতের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ২ কোটি ১০ লাখ ডলার দিয়েছে ইউএসএআইডি। এছাড়া বাংলাদেশে ২ কোটি ৯০ লাখ ডলার দেয়ার ব্যাপারে তখন বলেছিলেন, রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে এমন একটি প্রতিষ্ঠানকে এই অর্থ দেয়া হয়েছে, যা খুব বেশি পরিচিত না। এমনকি ওই সংগঠনটি দুজন কর্মী দিয়ে চলে বলেও মন্তব্য করেন ট্রাম্প। ভারত-বাংলাদেশের ইউএসএআইডি'র প্রকল্পে অর্থ সহায়তার বিষয়টি ১৫ ফেব্রুয়ারি প্রথম সামনে নিয়ে আসে ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগ।

ভারত-বাংলাদেশের রাজনৈতিক খাত ছাড়াও এশিয়ায় শিক্ষার মানোন্নয়নে ৪ কোটি ৭০ লাখ ডলারের প্রকল্প এবং নেপালে আর্থিক খাত ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ কোটি ৯০ লাখ ডলারের ইউএসএআইডি'র প্রকল্প নিয়ে সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট।

এএম