মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এই অর্থ পেয়েছে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান, যা খুব বেশি পরিচিত নয়। এমনকি ওই সংগঠনে কর্মীও নাকি মাত্র দুজন। এছাড়া উপহাস করে এও বলেন যে, ওই দুজন এখন খুব ধনী। বড় প্রতারণার জন্য শিগগিরই ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে।
বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের বিষয়টি প্রথম সামনে আসে ১৫ ফেব্রুয়ারি। সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগ জানিয়েছিল, বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে ইউএসএআইডির অর্থায়ন বাতিল করা হয়েছে।