জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার সব কার্যক্রম বন্ধে ইসরাইলের নির্দেশ

বিদেশে এখন
0

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার সব ধরনের কার্যক্রম আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইল। এই সংস্থার ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। এ সময়ের মধ্যে ইউএনআরডব্লিউএ-কে অবশ্যই ইসরাইলি ভূখণ্ডের মধ্যে থাকা তাদের সব স্থাপনা ও জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে।

এছাড়া জেরুজালেমেও বন্ধ করতে হবে তাদের সব কার্যক্রম। ইসরাইলের এমন সিদ্ধান্ত ফিলিস্তিনিদের ওপর বিপর্যয় ডেকে আনবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান।

গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সংস্থাটির চলমান কাজেও ব্যাঘাত ঘটাবে। এই মুহূর্তে ইসরাইলের এই পদক্ষেপ আরও অস্থিতিশীল করে তুলবে ফিলিস্তিনকে। দুর্বল হবে যুদ্ধবিরতিও।

এএইচ