
গাজা সংঘাতের মাঝে ইসরাইলের নতুন পরিকল্পনা
অধিকৃত পশ্চিম তীরের ই-ওয়ান এলাকায় ৩ হাজারের বেশি বাড়ি নির্মাণে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরাইল। গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই এ অনুমোদন দিয়ে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিলো তেলআবিব। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। আর বসতি নির্মাণের নতুন পরিকল্পনাকে অবৈধ বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ই-ওয়ান ভূখণ্ড দখল পরিকল্পনা নিজের ভবিষ্যৎকে হুমকিতে ফেলবে বলেও মনে করছেন অনেক ইসরাইলি।

এক টুকরো ভূখণ্ডও ছাড় দেবে না কিয়েভ: জেলেনস্কি
অঞ্চল ভাগাভাগি করে যুদ্ধ নিষ্পত্তির জন্য যে পূর্ব প্রস্তুতির প্রয়োজন তার অভাব থাকায় ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে আশাবাদী নন বিশ্লেষকরা। এমনকি, হাইভোল্টেজ বৈঠক সফল হলে ইউক্রেন যুদ্ধের অবসান হবে এমনটা ভাবার সময় আসেনি বলেই মনে করছেন তারা। বরং বিশ্লেষকরা বলছেন, রুশ প্রেসিডেন্টের মন রক্ষার জন্য এ বৈঠক নিয়ে এত আগ্রহ দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, এক টুকরো ভূখণ্ডও ছাড় দেবে না কিয়েভ।

হবিগঞ্জ সীমান্তে আরো ২২ বাংলাদেশিকে পুশ ইন
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধীনস্থ রেমা বিওপির আওতাধীন চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা ডেবরাবাড়ি দিয়ে গতরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আরো ২২ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করিয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার সব কার্যক্রম বন্ধে ইসরাইলের নির্দেশ
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার সব ধরনের কার্যক্রম আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইল। এই সংস্থার ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। এ সময়ের মধ্যে ইউএনআরডব্লিউএ-কে অবশ্যই ইসরাইলি ভূখণ্ডের মধ্যে থাকা তাদের সব স্থাপনা ও জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে।