জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার সব ধরনের কার্যক্রম আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইল। এই সংস্থার ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। এ সময়ের মধ্যে ইউএনআরডব্লিউএ-কে অবশ্যই ইসরাইলি ভূখণ্ডের মধ্যে থাকা তাদের সব স্থাপনা ও জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে।