বিদেশে এখন
0

অন্তত ৪ মিনিট আগে বন্ধ হয়ে যায় জেজু এয়ারের ব্ল্যাক বক্সের অডিও রেকর্ডিং

দক্ষিণ কোরিয়ার বিধ্বস্ত হওয়া জেজু এয়ারের বোয়িং বিমানের দু'টি ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করা হয়েছে। যদিও দেশটির পরিবহণ মন্ত্রণালয় বলছে, বিমানটি মাটি স্পর্শ করারও অন্তত ৪ মিনিট আগে থেকে ব্ল্যাক বক্সের অডিও রেকর্ডিং বন্ধ হয়ে যায়।

তদন্তকারী কর্মকর্তাদের আশঙ্কা, এতে করে দুর্ঘটনার প্রকৃত কারণ বের করা কঠিন হবে। দক্ষিণ কোরিয়ার পরিবহণ মন্ত্রণালয় আরও জানায়, রেকর্ডিং বন্ধ হওয়ার আগ মুহূর্তে পাইলট আশঙ্কা করছিলেন বিমানটি পাখির ঝাঁক বা বার্ড স্ট্রাইকের কবলে পড়েছে।

কন্ট্রোলরুমকে এই তথ্য জানানোর কিছুসময় পরই ব্ল্যাক বক্সের অডিও রেকর্ডিং বন্ধ হয়ে যায়। ব্ল্যাক বক্স হাতে পাওয়ার পর প্রাথমিকভাবে এর অডিও রেকর্ডিং উদ্ধারের চেষ্টা চালায় দেশটির এভিয়েশন বিভাগ।

কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে ব্ল্যাক বক্স দু'টি যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের ল্যাবরেটরিতে পাঠানো হয়।

গেল ডিসেম্বরের ২৯ তারিখ দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনায় দুই ক্রু বাদে ১৭৯ আরোহীর প্রাণহানি হয়।

দুর্ঘটনার দুই সপ্তাহ পেড়িয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার পরিবহণ মন্ত্রণালয়।

ইএ