অন্তত ৪ মিনিট আগে বন্ধ হয়ে যায় জেজু এয়ারের ব্ল্যাক বক্সের অডিও রেকর্ডিং
দক্ষিণ কোরিয়ার বিধ্বস্ত হওয়া জেজু এয়ারের বোয়িং বিমানের দু'টি ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করা হয়েছে। যদিও দেশটির পরিবহণ মন্ত্রণালয় বলছে, বিমানটি মাটি স্পর্শ করারও অন্তত ৪ মিনিট আগে থেকে ব্ল্যাক বক্সের অডিও রেকর্ডিং বন্ধ হয়ে যায়।