দ. কোরিয়ায় ক্যামেরা হ্যাক করে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, সতর্কতা জারি

বাসা-বাড়িতে থাকা ক্যামেরা
বাসা-বাড়িতে থাকা ক্যামেরা | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ কোরিয়ায় বাসা-বাড়িতে ব্যবহৃত ক্যামেরা হ্যাক করে যৌন শোষণমূলক ভিডিও তৈরি করেছে অপরাধীরা। ১ লাখ ২০ হাজারের বেশি ক্যামেরা হ্যাক করে বানানো সেই ভিডিও বিদেশি ওয়েবসাইটের কাছে বিক্রি করায় ৪ জনকে গ্রেপ্তার করেছ পুলিশ। এ ঘটনার পর বাসা-বাড়িতে ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে সর্তক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দক্ষিণ কোরিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে ভয়াবহ এক সাইবার অপরাধে। বাড়ি, অফিস, এমনকি গাইনি ক্লিনিকসহ দেশজুড়ে ১ লাখ ২০ হাজারেরও বেশি আইপি ক্যামেরা হ্যাক করে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সংগ্রহ করেছে একটি চক্র।

ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত এসব আইপি ক্যামেরা সাধারণত বাড়ির নিরাপত্তা বা শিশু ও পোষা প্রাণী নজরদারির জন্য ব্যবহার করা হয়। কিন্তু সহজ পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ নিয়েছে হ্যাকাররা।

গ্রেপ্তার চারজনের মধ্যে একজন একাই হ্যাক করেছে ৬৩ হাজার ক্যামেরা, তৈরি করেছে ৫৪৫টি ভিডিও। বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে প্রায় ৩৫মিলিয়ন ওনের বিনিময়ে সেগুলোকে বিক্রিও করেছে। আরেকজন হ্যাক করেছে ৭০ হাজার ক্যামেরা—বিক্রি করেছে ৬৪৮টি ভিডিও।

গেল এক বছরে অবৈধ আইপি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে দেয়া একটি ওয়েবসাইটের ৬২ শতাংশ ভিডিও আপলোড করেছে এই দুই অপরাধী। সেই ওয়েবসাইট বন্ধ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, অভিযুক্ত কনটেন্ট ক্রেতা আরও তিনজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

এরইমধ্যে দেশটির ৫৮টি স্থানে ভুক্তভোগীদের সরাসরি গিয়ে এই ঘটনা জানানো হয়েছে। কীভাবে পাসওয়ার্ড বদলাতে হবে এবং কোথায় অভিযোগ জানাতে হবে, তা-ও জানান কর্মকর্তারা।

সাইবার অপরাধের ঝুঁকি বাড়তে থাকায় আইপি ক্যামেরা ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন—নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন, টু-ফ্যাক্ট অথেনটিকেশন ব্যবহার করলে এ ধরণের সাইবার অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

এএইচ