বিদেশে এখন
0

ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক ভবনের ছাদে বিমান বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি বাণিজ্যিক ভবনের ছাদে ছোট বিমান বিধ্বস্ত। এতে নিহত কমপক্ষে ২ জন। আহত ১৮ জনের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওেয়ারের তথ্য বলছে বিধ্বস্ত হওয়া বিমানটি চার সিটের সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট।

যা টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। বাণিজ্যিক ভবনটি সেলাই মেশিন ও সুতার গুদাম হিসেবে ব্যবহার করা হতো।

তাই বিমানটি বিধ্বস্ত হবার পরই ভবনটিতে আগুন ধরে যায়। দমকলবাহিনী পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার কারণ এখনো জানা সম্ভব হয়নি।

ইএ