যদিও প্রতিবেশী রাষ্ট্রের নাম উল্লেখ করেননি তিনি। এদিকে আসাদ সরকারের পতনের পর ২ দিনে সিরিয়ায় প্রায় ৫শ' স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল।
এরমধ্যে রয়েছে ১৫টি নৌ ঘাঁটি আর অস্ত্রের গুদাম। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার নতুন নেতৃত্বে ইরানের প্রভাব থাকলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ার দক্ষিণাঞ্চলেও অকার্যকর প্রতিরক্ষা জোন তৈরি করে রাখবে আইডিএফ। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত সামরিক স্থাপনায় হামলা করেছে তুরস্ক।
৫০ বছরের স্বৈরশাসনের পতনের পর উচ্ছ্বাসের মধ্যেই সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল বশির।
দেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসাদ সরকারের আমলের সবকিছুই পুনর্গঠন করা হবে।