বিদেশে এখন
0

বাংলাদেশের ইলিশ পেয়ে খুশি ভারতবাসী

সব জল্পনা-কল্পনার পর অবশেষে ভারতে পৌঁছালো বাংলাদেশের ইলিশ। প্রথম ধাপে ২০ টনের বেশি ইলিশ গেছে বৃহস্পতিবার। আসন্ন দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ পেয়ে খুশি ভারতবাসী। শনিবার থেকে প্রতিটি বাজারে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে বলে জানিয়েছে ভারতের আমদানিকারকরা।

ভারতের মাটি ছুঁয়েছে বাংলাদেশি ইলিশ বোঝাই সারি সারি ট্রাক। এতে বাংলাদেশের সাথে লাগোয়া ভারতের পেট্রাপোল ও আগরতলাসহ বেশ কয়েকটি স্থল বন্দরে ইলিশ খালাশের ব্যস্ততা তুঙ্গে।

ট্রাক চালকদের একজন বলেন, ‘অনেকদিন ঝামেলার পর এই প্রথম মাছ আসলো। ঢাকা, বরিশাল অনেক জায়গা থেকে আসা মাছ লোড হয়েছে।’

প্রথম ধাপেই বাংলাদেশ থেকে পাঠানো ২০ টনের বেশি ইলিশ মাছ বুঝে পেয়ে খুশি ভারতের আমদানিকারকরা। আজকের (শুক্রবার, ২৭ সেপ্টেম্বর) মধ্যেই ভারতের আমদানিকৃত ইলিশ পৌঁছে যাবে কলকাতা, হাওড়াসহ পশ্চিমবঙ্গের পাইকারি মাছের আড়তগুলোতে। শনিবার থেকে সব খুচরা বাজারেও বাংলাদেশের ইলিশ মিলবে বলেও প্রত্যাশা তাদের।

আমদানিকারকদের একজন বলেন, ‘আমরা প্রতিবছর এই সময়টা অপেক্ষায় থাকি বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে। আমরা নিয়ে আসবো।’

পশ্চিমবঙ্গের আমদানিকৃত ইলিশগুলোর ওজন প্রায় এক কেজি থেকে শুরু করে তারও ওপরে। যার আনুমানিক সর্বোচ্চ বাজার মূল্য ২ হাজার রুপি।

আসন্ন দুর্গাপূজা ঘিরে ভারতে এবার ২ হাজার ৪২০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের শর্ত অনুযায়ী আগামী ১৩ অক্টোবরে শেষ করতে হবে ইলিশ রপ্তানি কার্যক্রম। অন্তর্বর্তী সরকার কথা রাখায় বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর পাশাপাশি দুই দেশের ব্যবসা-বাণিজ্যের গতি আরও বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের।

ইএ