ভারতে-ইলিশ-মাছ-রপ্তানি

বাংলাদেশের ইলিশ পেয়ে খুশি ভারতবাসী

সব জল্পনা-কল্পনার পর অবশেষে ভারতে পৌঁছালো বাংলাদেশের ইলিশ। প্রথম ধাপে ২০ টনের বেশি ইলিশ গেছে বৃহস্পতিবার। আসন্ন দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ পেয়ে খুশি ভারতবাসী। শনিবার থেকে প্রতিটি বাজারে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে বলে জানিয়েছে ভারতের আমদানিকারকরা।

১২শ' টাকা কেজি দরে আখাউড়া বন্দর দিয়ে ইলিশ গেলো ভারতে

দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রথম চালানে আগরতলায় প্রায় সাড়ে ৭ টন ইলিশ রপ্তানি করেছে দুইটি প্রতিষ্ঠান। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২শ' টাকা। ইলিশের এই দর দেশের বাজারদরের চেয়েও কম।