বিদেশে এখন
0

ভারতে ৫০ বছরের মধ্যে এবার বৃষ্টিপাত ১০৯ শতাংশ বেশি হবে

ভারতে গত ৫০ বছর ধরে সেপ্টেম্বরের গড় বৃষ্টিপাতের চেয়ে এবার ১০৯ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে। এতে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে দেশটির গ্রীষ্মকালীন ফসল, যা তোলার কথা সপ্তাহ দু'একের মধ্যেই।

আগস্টে অতিবৃষ্টির ধারাবাহিকতা বজায় রেখে সেপ্টেম্বরেও ভারতে অস্বাভাবিক বেশি বৃষ্টির আভাস আবহাওয়া বিভাগের। বলা হচ্ছে, গত ৫০ বছর ধরে সেপ্টেম্বরের যা গড় বৃষ্টিপাত, তার চেয়েও ১০৯ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে চলতি মাসে।

আবহাওয়ার পূর্বাভাস সত্য প্রমাণ করে মাসের শুরু থেকেই অতিবৃষ্টির কবলে ভারতের বিভিন্ন রাজ্য। গুজরাট-ত্রিপুরার পর বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে তেলেঙ্গানা-অন্ধ্র প্রদেশেও। চাল, তুলা, সয়াবিন, ভুট্টা, ডালসহ মাসের মাঝামাঝি সময়ে ক্ষেত থেকে তোলার কথা, নষ্ট হওয়ার ঝুঁকিতে এমন বিভিন্ন ফসল। শঙ্কা বাস্তব হলে বাড়বে মূল্যস্ফীতি।

বাসিন্দাদের একজন বলেন, ‘যখন বৃষ্টি হওয়ার কথা, তখন তো হয়নি। আর এখন বিনা মৌসুমে বৃষ্টি আর শিলায় আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে।’

আরেকজন বলেন, ‘চাল, গম, চিনি উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হলেও এসব কৃষিপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ভারত। অতিবৃষ্টির কারণে ফসলের যেকোনো ধরনের ক্ষতিতে এসব নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়ে দিতে পারে নয়া দিল্লি।’

চলতি বছর জুলাইয়ে ৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে সারা ভারতে, আগস্টে এ হার ছিল ১৫ শতাংশের বেশি। বিশেষ করে দেশটির উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে অতিবৃষ্টি জেরে বন্যার কবলে পড়ে বেশ কয়েকটি রাজ্য। জুন থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে এ পর্যন্ত স্বাভাবিকের চেয়ে প্রায় সাত শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশটিতে।

ভারতের সাড়ে তিন লাখ কোটি ডলারের অর্থনীতিতে রক্ত সঞ্চালনের সাথে তুলনীয় কৃষি খাত। আর কৃষি পণ্য চাষাবাদে যে পরিমাণ পানি প্রয়োজন, তার ৭০ শতাংশ বর্ষা মৌসুমের অবদান। কৃত্রিম সেচ বাদ দিলে দেশটির মোট কৃষিজমির প্রায় অর্ধেকই নির্ভরশীল জুন থেকে সেপ্টেম্বরের বৃষ্টির ওপর। উত্তরপশ্চিমের রাজস্থান থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বৃষ্টি কমতে শুরু করে, সারা দেশে পুরোপুরি বর্ষার ইতি ঘটে অক্টোবরের মাঝামাঝিতে। কিন্তু এ বছর বর্ষা আরও দীর্ঘায়িত হবে বলে আভাস আবহাওয়াবিদদের।

বাসিন্দাদের একজন বলেন, ‘গত বছরই ৪ লাখ রুপি ঋণ নিয়েছি ব্যাংক থেকে, ৫ লাখ রুপি ধার করেছি। গত বছরই কিছু আয় করা তো দূর, খরচও ওঠাতে পারিনি চাষাবাদ থেকে।’

আবহাওয়াবিদদের একজন বলেন, ‘মধ্য সেপ্টেম্বরে যেখানে গ্রীষ্মকালীন ফসল উত্তোলনের জন্য প্রস্তুত হয়ে যায়, সেখানে এ বছর রাজস্থান আর গুজরাটে ১৫ সেপ্টেম্বর থেকে ভালো বৃষ্টি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এই সময়ের বৃষ্টিতে কাটার জন্য প্রস্তুত বিপুল পরিমাণ ফসল নষ্টের শঙ্কায় উদ্বিগ্ন কৃষক ও মজুতদাররা।’

তবে মুদ্রার অন্য পিঠে অবশ্য আশার আলো। বেশি বৃষ্টিতে মাটিতে আর্দ্রতা থাকবে বেশি, এতে গম, ছোলা, সর্ষের মতো শীতকালীন শস্যের ফলন ভালো হবে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর