সিডনি টেস্টের দ্বিতীয় দিনেই ভারতের হার অনেকটা নিশ্চিত হয়ে গেছিলো। সফরকারীদের পক্ষে দ্বিতীয় ইনিংসে রিশভ পন্ত ছাড়া কেউই খেলতে পারেনি বড় ইনিংস।
পন্ত একাই করেন ৩৩ বলে ৬১ রান। তৃতীয় তিনের শুরুতে ভারত অল আউট হয় ১৫৭ রানে। এতে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬২।
জবাব দিতে নেমে কনস্টাস ও খাজার উদ্বোধনী জুটিতে আসে ৩৯ রান। এরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অজিরা। তবে শেষদিকে ট্রাভিস হেডের ৩৪ আর ওয়েবস্টারের ৩৯ রানে জয়ের ভিত গড়ে প্যাট কামিন্সের দল। ভারতের হয়ে ৩ উইকেট নেন প্রসিধ কৃষ্ণ।