বিদেশে এখন
0

ইউক্রেনে রক্তক্ষয়ী বিমান হামলা চালাচ্ছে রাশিয়া

টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেনে রক্তক্ষয়ী বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। সোমবারের হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও রাশিয়ার ছোঁড়া ২শ'র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এমন পরিস্থিতিতে কিয়েভের সঙ্গে কোনো আলোচনায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মস্কো।

রুশ ভূখণ্ডের দিকে যতোই এগোচ্ছে ইউক্রেনীয় সেনারা, ততোই আক্রমণের পরিসর বাড়াচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার বেলগোরোদে দুই পক্ষের তীব্র লড়াইয়ের পাশাপাশি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কেও দ্রুত অগ্রসর হচ্ছেন রুশ সেনারা। ঝুঁকি চরমে পৌঁছালেও পিছু হঠতে নারাজ দু'পক্ষের সেনারাই।

সোমবার ( ২৬ আগস্ট) থেকে ইউক্রেনের ১৫টি অঞ্চলে বিরামহীন হামলা চালায় রাশিয়া। হামলার সত্যতা নিশ্চিত করে মস্কোর দাবি, ইউক্রেনের সেনাবাহিনীর জন্য সহায়ক সব স্থাপনায় হামলা চালানো হয়েছে। যদিও কিয়েভের অভিযোগ- জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চলছে হামলা। এ পর্যন্ত রাশিয়ার ছোঁড়া প্রায় আড়াইশ' ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মধ্যে ২শ'র বেশি ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, ‘অন্যতম বড় সমন্বিত হামলা ছিল এটি। বিভিন্ন ধরনের শতাধিক ড্রোন আর শতাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। রাশিয়ার বেশিরভাগ হামলার মতোই এবারও খারকিভ, কিয়েভ, ওডেসা আর পুরো পশ্চিমাঞ্চলে গোপনে ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে প্রাণও গেছে অনেকের।’

এরমধ্যেই রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের আকস্মিক অনুপ্রবেশের তিন সপ্তাহ পর অঞ্চলটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে অন্তত ১২টি এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ ও স্থল অভিযান চালিয়েছে মস্কো। কুরস্কের আরও অন্তত সাতটি অঞ্চলে হামলা ঠেকানোর দাবিও করেছে মস্কো। নিকটবর্তী ইউক্রেনের সুমি অঞ্চলের ১৬টি এলাকাতেও ইউক্রেনের সেনাদের ওপর হামলা চালিয়ে মস্কো জানিয়েছে, কিয়েভের সঙ্গে কোনো আলোচনা নয়, বরং প্রতিটি হামলার শক্ত জবাব দেয়া হবে।

রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘কোনো আলোচনা হয়নি। আলোচনার মূল বিষয়বস্তু গ্রহণযোগ্যতা হারিয়েছে। শত্রুতাপূর্ণ আচরণের উপযুক্ত জবাব না দিয়ে ছেড়ে দেয়া সম্ভব নয়।’

এদিকে, রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের পর পরিস্থিতি গুরুতর বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি।

tech