এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, মর্মান্তিক এই ঘটনায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ফোন করে ক্ষমা চেয়েছেন পুতিন। এসময় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান রুশ প্রেসিডেন্ট।
এটিকে দুঃখজনক ঘটনা হিসেবে বর্ণনা করেছে মস্কো। তবে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের পেছনে রাশিয়াকে দায়ী করা হলেও এ পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা।
যদিও যুক্তরাষ্ট্রের দাবি, বিমানটি বিধ্বস্তের পেছনে রাশিয়া দায়ী। গেল বুধবার রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে রওনা হওয়া বিমানটি কাজাখস্তানে বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। প্রাণে বেঁচে যান ২৯ জন আরোহী।