পূর্ব দোনেৎস্কের আরেকটি বসতি নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার

, ইউরোপ
বিদেশে এখন
0

ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে চলমান আক্রমণে সফলতা হিসেবে আরেকটি বসতি নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার। রোববার যুদ্ধের গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন পোকরোভস্ক শহরের প্রায় ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের গ্রাম দখল করার বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এছাড়া খারকিভ, আভদিভকা, দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনের ইউক্রেনের বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করারও দাবি মস্কোর। এ সময় ইউক্রেনের অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস করার করার কথাও বলছে রুশ বাহিনী।

অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ১৬টি রুশ আক্রমণসহ আরও অনেক হামলা রুখে দেয়ার দাবি করছে ইউক্রেন। চেরনিহিভ এবং সুমি অঞ্চলেও চলছে তুমুল লড়াই।

এএইচ