বিদেশে এখন
0

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে লড়বেন মাহিন্দা রাজাপাকসের ছেলে নামাল

শ্রীলঙ্কার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে নামাল রাজাপাকসে। তিনি সংসদের একজন আইনপ্রণেতা।

আগামী ২১ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নামাল রাজাপাকসে শ্রীলঙ্কা পোডুজানা পেরামুনা দলের একজন সদস্য। এই দলটির প্রতিষ্ঠাতা তার চাচা।

২০২২ সালের জুলাই মাসে দেউলিয়ায় হওয়া শ্রীলঙ্কার দায়িত্ব নেন প্রবীণ রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহে। এরপর থেকেই ঘুরে দাড়াতে শুরু করে লঙ্কান অর্থনীতি। বিদেশী ঋণের পুনর্গঠনের পথে আছে দেশটি। নমাল রাজাপাকসেও এই প্রচেষ্টা চালিয়ে যাবেন।

tech