পানি সরবরাহ ব্যবস্থা আর পরিষ্কার পরিচ্ছন্নতা এখন শূন্যের কোটায় গেছে গাজায়। পাঁচটি পানির প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। সমুদ্র উপকূলীয় এই অঞ্চলে পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
বিস্ফোরক সমরাস্ত্র থেকে ৩ কোটি ৯০ লাখ টন বর্জ্য তৈরি হয়েছে গাজায়। গাজার প্রতি স্কয়ার মিটারে আছে ১০৭ কেজি বর্জ্য।
এর আগেও নগরায়ন, ঘনবসতির কারণে পরিবেশ বিপর্যয়ের কবলে ছিল গাজা। জাতিসংঘ বলছে, ইসরাইলের সেনা অভিযানের কারণে এই উপত্যকায় সোলার প্যানেল স্থাপন, পানি পরিশোধনসহ সব ধরনের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে।