বিদেশে এখন
0

এগিয়ে নরেন্দ্র মোদি, তবে একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বিজেপি

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা একেবারেই শেষ পর্যায়ে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপি ফলাফলে এগিয়ে থাকলেও এবার পাচ্ছে না একক সংখ্যাগরিষ্ঠতা। জোটের জয় উদযাপনে এরই মধ্যে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদি।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টা পর্যন্ত পাওয়া সর্বশেষ ফলাফলে দেখা যায়, এই সময় পর্যন্ত ৫১০টি আসনের চূড়ান্ত ফলাফলে ২৭১টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। ২০৪টি আসনে জিতেছে কংগ্রেসের ইন্ডিয়া জোট। অন্যান্য দল পেয়েছে ৩৫টি আসন।

তার মানে  বিজেপি এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। কিন্তু ২০১৯ সালের নির্বাচনে বিজেপি এককভাবে ৩০২টি আসনে জিতেছিল। 

সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বারের মতো সরকার গঠনের কথা বলেন মোদি। রাতে বিজেপির সদর দপ্তরে পৌঁছে নেতাকর্মীদের উদ্দেশে জয় উদযাপনের ভাষণ দেন তিনি।

গুজরাট ও রাজস্থানে দাপট দেখিয়েছে মোদির দল। এদিকে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২২টি আসনে জয় পেয়েছে মুখ্যমন্ত্রী মমতার দল তৃণমূল। আর বিজেপি জিতেছে ৫টি আসনে।

লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজন ২৭২ আসন। গুজরাটের বেনারসে দেড় লাখ ভোটে জিতেছেন মোদি।

এদিকে, রাহুল গান্ধী কেরালার ওয়েনাড আসনে জয় পেয়েছেন সাড়ে ৩ লাখ ভোটের ব্যবধানে। গুজরাটের গান্ধীনগর থেকে ১০ লাখ ভোট পেয়ে জয়ী বিজেপি নেতা অমিত শাহ।

ইএ