এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, প্রায় ৫২ শতাংশ। সবচেয়ে কম ওড়িষায়, ২১.৩ শতাংশ।
আজ দিল্লিতে ভোট দিয়েছেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া ও বোন প্রিয়াঙ্কা গান্ধী। এ পর্যায়ের ভোট শেষে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৪৮৬ আসনের ভোট সম্পন্ন হবে।
এর মধ্য দিয়েই সমাপ্ত হবে হরিয়ানা, দিল্লি ও জম্মু-কাশ্মীরের ভোট আয়োজনের। দিল্লি, হরিয়ানা আর উত্তর প্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে ভোটারদের জন্য পরিস্থিতি সহজ করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।