বিদেশে এখন
0

ভারতে ৬ষ্ঠ ধাপের ভোট চলছে

ভারতের সাত রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলের ৫৮টি আসনে চলছে ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ। ১৮তম লোকসভা নির্বাচনের এ ধাপে শনিবার ( ২৫ মে) দুপুর ১টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ৩৯ শতাংশের বেশি।

এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, প্রায় ৫২ শতাংশ। সবচেয়ে কম ওড়িষায়, ২১.৩ শতাংশ।

আজ দিল্লিতে ভোট দিয়েছেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া ও বোন প্রিয়াঙ্কা গান্ধী। এ পর্যায়ের ভোট শেষে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৪৮৬ আসনের ভোট সম্পন্ন হবে।

এর মধ্য দিয়েই সমাপ্ত হবে হরিয়ানা, দিল্লি ও জম্মু-কাশ্মীরের ভোট আয়োজনের। দিল্লি, হরিয়ানা আর উত্তর প্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে ভোটারদের জন্য পরিস্থিতি সহজ করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

ইএ