বিদেশে এখন
0

বিদ্যুৎবিহীন পশ্চিমবঙ্গের কয়েক হাজার পরিবার

আধুনিক এই সময়ে এসেও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গের দু'টি গ্রাম। বিদ্যুৎ না থাকায় শিক্ষার আলো ফোটেনি গ্রাম দু'টিতে। আর এ নিয়ে রীতিমত কাঁদা ছোড়াছুড়ি স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে।

স্বাধীনতার ৭৮ বছর পরও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মানিকচক ব্লকের হিরানন্দাপুর গ্রামের মানুষ। এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যের সীমান্ত লাগোয়া চর। যেখানে বাস করেন কয়েক হাজার পরিবার।

এখানকার মানুষের অভিযোগ এই গ্রামে জ্বলে না কোন বৈদ্যুতিক বাতি। নেই রাস্তাঘাটও। তাই সীমানহীন দুর্ভোগের মধ্যে দিন পার করতে হচ্ছে তাদের।

বাসিন্দাদের একজন বলেন, 'আমাদের বিদ্যুৎ নেই। রাস্তাঘাট তেমন নেই। কোনো কিছুই এখানে পাওয়া যায় না।'

একই পরিস্থিতি পশ্চিমবঙ্গের নদিয়ার খিসমা গ্রামের। বিগত ৫ বছর ধরে বিদ্যুতের খুঁটি পড়লেও এখনো সেখানে বিদ্যুতের আলো পৌছায় নি।

আরেকজন বলেন, 'বিদ্যুতের লাইন দেয়ার জন্য বিদ্যুতের খুঁটি দিয়েছে ৫ থেকে ৬ বছর আগে। কিন্তু এখনো বিদ্যুৎ পায়নি।'

স্থানীয় সরকার এসব গ্রামে বিদ্যুৎ আছে বলে দাবি করলেও কয়েকশ বছর ধরেই অন্ধকারে রয়েছেন এই গ্রামের বাসিন্দারা। আর এ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যেও চলে রীতিমত কাদা ছোড়াছুড়ি। তাই গ্রামবাসীর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে অসহায় এসব মানুষদের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে নেই তার কোন প্রতিফলন।

রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ না করে উন্নয়নের কাজ করার প্রত্যাশা দুই গ্রামের অসহায় পরিবারগুলি।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর