এশিয়া
বিদেশে এখন
0

কংগ্রেস-আম আদমি পার্টির দ্বন্দ্বে ভাঙনের মুখে ইন্ডিয়া জোট

দিল্লিতে ইন্ডিয়া জোটের বড় দুই শরিক দল কংগ্রেস-আম আদমি পার্টির দ্বন্দ্বে ভাঙনের মুখে ইন্ডিয়া জোট। এরইমধ্যে কংগ্রেসকে জোট থেকে বহিষ্কারে অন্যান্য শরিক দলের সঙ্গে আলোচনা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন আম আদমি পার্টির নেতারা। অরবিন্দ কেজরিওয়ালকে দেশবিরোধী বলে কংগ্রেস নেতা অজয় মাকেনের মন্তব্যের পর চড়াও হলো আম আদমি পার্টি।

দিল্লিতে বিধানসভা নির্বাচনের হাওয়া লাগতেই ইন্ডিয়া জোটে বেড়েছে উত্তেজনার পারদ। চরম পর্যায় পৌঁছেছে প্রধান দুই রাজনৈতিক দল কংগ্রেস ও আম আদমি পার্টি'র দ্বন্দ্ব। এবার দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি'র নেতা অরবিন্দ কেজরিওয়াল জালিয়াতির রাজা বলে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অজয় মাকেন। এমনকি লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির সঙ্গে দিল্লিতে জোট বাঁধার সিদ্ধান্ত ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি।

দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেন বলেন, 'কেজরিওয়ালের কোনো মতাদর্শ নেই। কোনো বিচারধারা নেই। তিনি তার নিজের রাজনৈতিক স্বার্থে বিজেপির ৩৭০ অনুচ্ছেদ, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করেছেন। তিনি দেশ বিরোধী কাজ করেছেন। সবকিছুই নিজের স্বার্থে।'

বুধবার (২৫ ডিসেম্বর)) অজয় মাকেনের দেয়া মন্তব্যে ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় দল কংগ্রেসের বিরুদ্ধে ফুঁসে উঠেছে আম আদমি পার্টি। মাকেনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে 'ইন্ডিয়া' জোট থেকে কংগ্রেসকে বের করে দেয়ার দাবি তুলেছেন আম আদমি পার্টি'র জ্যেষ্ঠ নেতারা।

আম আদমি পার্টির জ্যেষ্ঠ নেতা সঞ্জয় সিং বলেন, 'কংগ্রেস নেতৃত্বকে মাত্র ২৪ ঘণ্টা সময় দেয়া হলো। এর মধ্যে অজয় মাকেনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। তা না হলে আমরাই কংগ্রেসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবো।'

ফেব্রুয়ারিতে হতে যাওয়া বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে দিল্লির ক্ষমতা থেকে আম আদমি পার্টিকে হটাতে কংগ্রেস বিজেপির সঙ্গে ভেতরে ভেতরে কলকাঠি নাড়ছে বলে অভিযোগও তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা।

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা বলেন, 'নির্বাচনে বিজেপি যাতে লাভবান হয় তার জন্য কংগ্রেস সবকিছু করছে। কংগ্রেস নেতা অজয় মাকেন বিজেপির স্ক্রিপ্ট পড়েন, বিজেপির নির্দেশে বিবৃতি দেন এবং বিজেপির নির্দেশে আপ নেতাদের নিশানা করেন। বুধবার মাকেন সব সীমা অতিক্রম করে আমাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালকে দেশবিরোধী বলেছেন।'

মূলত অনেকদিন আগেই ফাটল ধরেছে ইন্ডিয়া জোটে। অধিকাংশ সময়ই কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন জোটের অন্যান্য শরিকরা। সম্প্রতি এই জোটে কংগ্রেসের নেতৃত্ব মানতে অস্বীকারও করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি মমতা ব্যানার্জীকে ইন্ডিয়া জোটের মুখপাত্র করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এবার আম আদমি পার্টি'র সঙ্গে দ্বন্দ্ব তীব্র হওয়ায় রাহুল গান্ধীর দল কংগ্রেস বেকায়দায় পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিয়া জোট থেকে পুরোপুরি কংগ্রেসকে বাদ দিলে আঞ্চলিক দলগুলোকে নিয়ে আম আদমি পার্টি আলাদা একটি জোট গঠন করার পথে এগোতে পারে বলেও মনে করা হচ্ছে।

এসএস