যুদ্ধ
বিদেশে এখন
0

যুদ্ধে ৬শ'র বেশি সেনা হারিয়েছে ইসরাইল

ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ১৭ লাখ ফিলিস্তিনির মধ্যে ১১ লাখের বেশি নাগরিক খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন বলে জানিয়েছে জাতিসংঘ।

এমনকি নিহত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনির মধ্যে ১৩ হাজারের বেশি শিশু রয়েছে বলে তথ্য দিয়েছে সংস্থাটি। একই সময় অধিকৃত পশ্চিম তীরে সাড়ে ৪শ'র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

আর ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬শ'র বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি ইসরাইলের। এর মধ্যে শুধু গাজায় দুই শতাধিক সেনা মারা গেছে। আর ৬ মাসে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১২ হাজার সদস্যকে হত্যার দাবি করছে ইসরাইল।

এদিকে হামাস-ইসরাইলের এমন তীব্র লড়াইয়ের মধ্যে মিশরের রাজধানী কায়রোতে রোববার পুনরায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা শুরু হতে পারে বলে আভাস মিলেছে। এমনকি হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ।