বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। সংযমের মাস উপলক্ষে মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হয়েছে মূল্যছাড়ের উৎসব। ইতোমধ্যেই ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা।
দেশটির বিভিন্ন সুপারশপ ও কো-অপারেটিভ সোসাইটির শপিংমলগুলোয় দাম কমানো পণ্যগুলোর প্রায় ৮০ শতাংশ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। চাল, তেল, ময়দার মতো প্রধান মুদি পণ্যের দাম ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস করা হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানে। দেশটিতে মূল্যছাড়ের এ উৎসব চলবে পুরো রমজান মাসজুড়ে।
প্রবাসীরা বলেন, 'অফার দেয়ার কারণে আমরা প্রবাসী বাঙালীরা অনেক উপকৃত হই। অল্প দামে আমরা জিনিসপত্র কিনতে পারি। এর কারণে আমাদের অনেক সুবিধা হয়। প্রতি বছর আমরা ৫০ শতাংশ ছাড় পাই।'
সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মামসহ প্রাদেশিক শহরের প্রতিটি পাইকারি দোকান ও সুপার শপে পণ্যের মূল্য বেঁধে দিয়েছে সরকার। বাজার মনিটরিংয়ের কাজ করছে স্থানীয় প্রশাসন। মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আর্থিক জরিমানা এমনকি কারাদণ্ডের আইন থাকায় রমজান ঘিরে সৌদি প্রবাসীদের মধ্যে নেমে এসেছে স্বস্তি।
রমজান উপলক্ষে ৯০০ এর বেশি পণ্যের দাম কমিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার। দেশটির সব বাজার ও সুপারশপকে ছাড়কৃত দামে পণ্য বিক্রি করতে নির্দেশনা জারি করেছে কাতার সরকার, যা কার্যকর থাকবে পুরো মাসজুড়ে। সৌদি আরবের মতো কাতারেও বেশি দামে পণ্য বিক্রির ক্ষেত্রে আছে জেল-জরিমানার আইন।
শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পবিত্র রমজান আগমনী টের পাওয়া যাচ্ছে সুদূর ইউরোপেও। এরমধ্যে ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশির বাস। জনসংখ্যার দিক থেকে দেশটিতে দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। রমজান উপলক্ষে দেশটির অনেক দোকানে দেয়া হয়েছে মূল্যছাড়।
ব্যবসায়ীরা বলেন, 'রমজানের পণ্যগুলোতে আমরা বিশেষ ছাড় দিচ্ছি। যাতে মানুষেরা রোজার মাসে স্বস্তি অনুভব করে। আশা করি দাম পর্যায়ক্রমে আরও কমবে।'
ব্রিটেনের সুপারমার্কেটগুলো ছেয়ে গেছে রমজানের শুভেচ্ছা সম্বলিত প্ল্যাকার্ডে। চাল, ডাল, ছোলা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যে রয়েছে বিশেষ মূল্যছাড়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে স্বাভাবিকের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে খুশি প্রবাসীরা।
ক্রেতারা বলেন, 'রোজা উপলক্ষে ফলের দাম বাড়েনি। এ মাসে তারা দাম কম রাখার চেষ্টা করে। চাল, ডাল, ছোলাসহ সবকিছুতে আমরা ছাড় পাই।'
মালয়েশিয়ায় রমজানকে কেন্দ্র করে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের সরবরাহ। পাশাপাশি বিভিন্ন পণ্যের উপর দেয়া হচ্ছে বিশেষ ছাড়। গেলো বছরের মতো এবারও নিম্ন আয়ের মানুষদের জন্য 'রমজান রহমান' বাজারের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া সরকার। বিশেষ এ বাজারের সুবিধা পান বিদেশি কর্মীরাও।
অতিরিক্ত মূল্যে পণ্য কিনতে বাধ্য করা হলে অভিযোগ করার আহ্বান জানিয়েছে দেশটির গার্হস্থ্য বাণিজ্য ও ভোক্তা বিষয়ক অধিদপ্তর। এছাড়াও সাশ্রয়ী মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়া।