মিশিগানে প্রাইমারি নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের জয়

0

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নিজ নিজ দলের প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রাইমারি বা ককাস নির্বাচনগুলোকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হয়। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এ জয়ের মধ্য দিয়ে এই দুই নেতা চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে লড়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলেন। 

মিশিগান প্রাইমারিতে বাইডেনকে জয়ের জন্য বেশ বেগ পেতে হয়েছে। মূলত, গাজা ইস্যুতে বাইডেন প্রশাসন যে আচরণ করছে, তাতে অসন্তুষ্ট অঙ্গরাজ্যটির ভোটারেরা। বিপুলসংখ্যক ভোটার তাদের অবস্থানকে 'অনিশ্চিত বা আনকমিটেড' বলে কাস্ট করেছেন।

মিশিগানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ‘আনকমিটেড’ অংশটি বেছে নেয়ার অর্থ হলো, ভোটাররা দলীয় পর্যায়ে আয়োজিত এসব ভোটে অংশ নিচ্ছেন ঠিকই, তবে তারা ব্যালটে থাকা প্রার্থীদের ভোট দিতে প্রতিশ্রুতিবদ্ধ নন।

অন্যদিকে, রিপালিকান প্রেসিডেন্টশিয়াল প্রাইমারিতে বড় ব্যবধানে জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা কারণে বিতর্কিত এবং দলের ভেতর খুব একটা জনপ্রিয় না হলেও এবারের নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন রাজ্যের প্রাইমারি ও ককাসগুলোতে ট্রাম্পের জয়রথ এখন পর্যন্ত অপ্রতিরোধ্য গতিতে ছুটছে।

বেশ কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এজন্য অবশ্য সবার আগে দলে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয় প্রার্থীকে। দলের জাতীয় সম্মেলনে চূড়ান্তভাবে প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়। এরপর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। যার মাধ্যমে প্রার্থীর যোগ্যতা, বিচক্ষণতা ও জ্ঞানের পরিধি বোঝা যায়। এরপর মূল নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ, উচ্চকক্ষ সিনেটের এক তৃতীয়াংশ এবং ইলেক্টোরাল কলেজের সদস্যরা নির্বাচিত হন। পরবর্তীতে ইলেক্টোরাল কলেজের সদস্যরা নির্বাচিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

সেজু