বিদেশে এখন
0

মিয়ানমারে নাজেহাল সেনাবাহিনী

আরও ৬০টির বেশি গ্রাম বিদ্রোহীদের দখলে

মিয়ানমারে আরও কিছু অঞ্চল হাতছাড়া হয়েছে সেনাবাহিনীর। মোন ও কারেন প্রদেশ এবং বাগো অঞ্চলে ৬০টির বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে কারেন ন্যাশনাল ইউনিয়ন নামে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।

স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, এই তিনটি অঞ্চলে গোষ্ঠীটির তিনটি ব্রিগেড অবস্থিত। গোষ্ঠীটির সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি গেল বছর জুলাইয়ে থাইল্যান্ডের সীমান্তবর্তী মায়াবতী শহরের ওপরের লেত খেত পাহাড়ের নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে মিয়ানমার সেনাবাহিনী ১৩ বার হামলা চালিয়েও ব্যর্থ হয়।

জান্তা সরকারের বিরুদ্ধে গেল অক্টোবর থেকে সমন্বিত অভিযানে এর আগে রাখাইন ও শান প্রদেশে ১৭০টির বেশি সামরিক ঘাঁটি এবং সাতটি শহর দখল করে আরাকান আর্মি নেতৃত্বাধীন বিদ্রোহীরা।