গ্রিসের এথেন্সে ৮ হাজারের বেশি কৃষকের বিক্ষোভ

0

ইউরোপজুড়ে চলমান কৃষক আন্দোলনে একাত্মতা জানিয়ে মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করেছেন আট হাজারের বেশি কৃষক।

একদিকে জ্বালানি আর উৎপাদন ব্যয় বৃদ্ধি, অন্যদিকে বন্যা, খরা, দাবানলসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর বিপুল পরিমাণ শস্যের ক্ষতি সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে ক্ষোভ জানান কৃষকরা।

এদিন শস্য আমদানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইউক্রেনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয় পোল্যান্ডের কৃষকরাও।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি আর চরমভাবাপন্ন আবহাওয়ায় জীবিকা উপার্জনের পথ সীমিত হয়ে যাওয়ায় ক্ষোভ বাড়ছে সারা ইউরোপের কৃষকদের মধ্যে।

প্রতিযোগিতার বাজারে সস্তায় খাদ্যপণ্য আমদানি, পরিবেশবিষয়ক অত্যাধিক বিধিনিষেধ, কর ইত্যাদির বিরুদ্ধে গেলো কয়েক সপ্তাহে ব্যাপক বিক্ষোভ করেছে ফ্রান্স, জার্মানি, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি, চেক প্রজাতন্ত্রসহ বিভিন্ন দেশের লাখো কৃষক।

ইএ