বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের অবস্থান ভিন্ন মাত্রায় নিয়ে গেছে দুবাই। এই অঞ্চলের ব্যবসায়ীরা নিজেদের এগিয়ে নিচ্ছেন সমানতালে। ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ দুবাই, এখানে বিনিয়োগকারীদের জন্য অপার সম্ভাবনা রয়েছে। বাড়ছে নিত্যনতুন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর সংখ্যা, আর বাংলাদেশিরাও পিছিয়ে নেই।
দুবাইয়ের ‘দেরা’ অঞ্চলটি মূলত পাইকারি ব্যবসার প্রাণকেন্দ্র। স্বর্ণের পাশাপাশি এই বাজারে এখন সুগন্ধি ব্যবসায় সফল হচ্ছেন অনেকে। ভিনদেশীদের সঙ্গে বাংলাদেশিরাও সুগন্ধি ব্যবসায় এগিয়ে আসছেন।
প্রবাসী বাংলাদেশিরা বলেন, ‘এখানে সব ব্র্যান্ডের পারফিউম পাওয়া যায়। এশিয়াসহ সব দেশের ক্রেতারা এখানে আসেন এবং পছন্দমতো সুগন্ধি কেনেন।’
প্রায় ২৬ বছর ধরে দুবাইয়ে এই ব্যবসা করছেন চট্টগ্রামের মঞ্জুরুল হক চৌধুরী। একাধিক পাইকারি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। দেশেও সুগন্ধির কারখানা তৈরিতে বড় বিনিয়োগের কথা ভাবছেন এই ব্যবসায়ী।
‘দেরা’ বাজারে এই খাতে বাংলাদেশিদের ব্যবসায়িক অগগ্রতি দেখতে সুগন্ধি প্রতিষ্ঠান পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত, কনসাল জেনারেল ও এফবিসিসিআই'র সভাপতি।
কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছেন। আর সুগন্ধি ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘পারফিউমের মার্কেট অনেক বড়। এই মার্কেট ধরতে পারলে অনেক সম্ভাবনা তৈরি হবে।’
ব্যবসার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা দেয়া হলে প্রবাসীরা দেশেও সুগন্ধি কারখানা তৈরিতে বিনিয়োগে আগ্রহী হবেন। আর এই খাতেও রপ্তানিমুখী বাজার তৈরি হতে পারে, যা দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।