'পরিবারের সাথে ঈদ করতে পেরে উৎফুল্ল খালেদা জিয়া'

পরিবারের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
পরিবারের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া | সাম্প্রতিক ছবি (সংগৃহীত)
0

যুক্তরাজ‍্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ সাত বছর পর মায়ের সাথে ঈদ উদযাপন করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উন্মুক্ত ময়দানে দলীয় নেতাকর্মীদের সাথে যোগ দেন ঈদ জামাতে। অন্যদিকে দীর্ঘদিন পর পরিবারের সাথে ঈদ করতে পেরে বেগম জিয়া বেশ উৎফুল্ল বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ (রোববার, ৩০ মার্চ) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন যুক্তরাজ‍্যের ৩৮ লাখেরও বেশি মুসলিম। বহুজাতিক সংস্কৃতির দেশটিতে ভাগাভাগি করে নেন ঈদুল ফিতরের আনন্দ।

প্রবাসী একজন বাংলাদেশি বলেন, 'এখানে এটা আমার প্রথম ঈদ। সবমিলিয়ে ভালোই লাগছে। বাঙালি কমিউনিটির সবাই একসঙ্গে ঈদ করছি। অনেক ভালো লাগছে।'

এদিন সকা‌লে লন্ডনের কিংস্টন স্টেডিয়াম মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তার সাথে জামাতে যোগ দেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা। দীর্ঘ সাত বছর পর মায়ের সাথে ঈদ উদযাপন করছেন তারেক।

চিকিৎসার উদ্দেশ‍ে বর্তমানে লন্ডনে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর পরিবারের সাথে ঈদ করতে পেরে তিনি বেশ উৎফুল্ল বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। এছাড়া তার উপস্থিতিতে ঈদের আনন্দ উদযাপনে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির নেতা-কর্মীদের মধ্যে।

বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা এম এ মালেক বলেন, 'উনি থাকাকালীন অবস্থায় আপনাদের নিয়ে এবং প্রবাসীদের নিয়ে আমরা চেষ্টা করবো যেন একটা কুশল বিনিময় করা হয়, কারণ দুই নেতাকে আমরা ভবিষ্যতে পাবো কি না, টা নিয়ে আমরা খুব সন্দীহান।'

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জেড এম জাহেদ মালিক বলেন, 'স্ভাবিকভাবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে উনারা একটু মানসিকভাবে যেকোনো সময়ের চেয়ে অনেকটা সুস্থ অবস্তা বোধ করছেন, উৎফুল্ল আছেন। কারণ মানসিক এক ধরনের শান্তিতে আছেন।'

ব্রিকলেনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন জামে মসজিদসহ লন্ডনের প্রায় সব মসজিদে অনুষ্ঠিত হয় একাধিক ঈদের জামাত। আবহাওয়া আরামদায়ক থাকায় দেশের সব শহরেই মসজিদের পাশাপাশি বড় বড় মাঠেও ঈদের জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসলিমরা।

যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে নানা উৎসাহ উদ্দীপনায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

এসএস