২০২৩-২৪ অর্থবছরে ইতালি থেকে রেমিট্যান্স প্রেরণকারী দেশের শীর্ষে বাংলাদেশ

.
অর্থনীতি
প্রবাস
0

২০২৩-২৪ অর্থবছরে ইতালি থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণকারী দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ। রমজান ও ঈদকে কেন্দ্র করে দেশে স্বজনদের কাছে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন প্রবাসীরা। চলতি অর্থবছরে এই ধারা বজায় রাখতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে সরকার ও বিভিন্ন মানি ট্রান্সফার প্রতিষ্ঠান।

রমজান ও ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই ইতালি থেকে বাংলাদেশে রেমিট্যান্সের প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ে। পরিসংখ্যান বলছে, এই হার অন্যান্য সময়ের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ বেশি। এরই ধারাবাহিকতায় এবারো ঘুরছে রেমিট্যান্সের চাকা। ঈদ আনন্দে পরিবারের কাছে টাকা পাঠাতে পেরে খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসী বাংলাদেশিদের একজন বলেন, ‘ঈদকে সামনে রেখে পরিবার ও আত্মীয়-স্বজনদের জন্য একটু বেশি করেই টাকা পাঠালাম, যেন তারা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে।’

আরেকজন বলেন, ‘ আগের তুলনায় এখন একটু বেশিই টাকা পাঠাতে হয় তাদের কেনাকাটার জন্য। পরিবারের খুশিতেই আমাদের খুশি।’

ব্যাংক অফ ইতালির তথ্যমতে ২০২৩-২৪ অর্থবছরে ইতালি থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণকারী দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ। চলতি অর্থবছরে এই ধারা বজায় রাখতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে সরকার ও বিভিন্ন মানি ট্রান্সফার প্রতিষ্ঠান। বৈধ চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠাতে প্রবাসীদের মধ্যে বাড়ানো হচ্ছে সচেতনতা।

ইতালি রোমের জনতা এক্সচেঞ্জ কোম্পানির ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এবারের রমজানেও প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা প্রচুর পরিমাণে রেমিট্যান্স বাংলাদেশে প্রেরণ করছেন। বিশেষ করে আমাদের কমিশনের ওপর বিশেষ ছাড় এবং সবচেয়ে ভালো রেটের কারণে তারা আমাদের মাধ্যমে প্রচুর রেমিট্যান্স পাঠাচ্ছে। এতে তারাও উপকৃত হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও তারা অবদান রাখছেন।’

ন্যাশনাল এক্সচেঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মাসুদ বলেন, ‘রমজান উপলক্ষ্যে প্রবাসী ভাইয়েরা ২০ থেকে ৩০ পার্সেন্ট বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। এই বছরের রেকর্ডস অনুযায়ী তারা এবার রেকর্ডস পরিমাণে রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়েছেন।’

সারা বছরের পাশাপাশি বিশেষ এই সময়ে ইতালি থেকে পাঠানো পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন প্রবাসীরা।

এসএইচ