রমজানের শেষদিকে ইতালির ঈদ কেনাকাটা এখন তুঙ্গে। রাজধানী রোমের বিপণিবিতানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়।
ঈদ বাজারে আকর্ষণীয় নতুন ডিজাইনের পোশাক পেয়ে আনন্দিত প্রবাসীরা। গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতারা। পরিবারের পাশাপাশি কিনছেন নিজের জন্য পোশাক।
প্রবাসী বাংলাদেশি ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘আমরা এখানে বাংলাদেশের পুরো আমেজটাই পাচ্ছি। রোম শহরে এখন অনেক দোকান হয়েছে যেখান থেকে আমরা নিজেদের পছন্দমতো জিনিসগুলো কেনাকাটা করতে পারি।’
ব্যবসায়ীদের আশা, রমজানের শেষ কয়েকদিনে ক্রেতার পাশাপাশি বাড়বে পণ্যের বিক্রি।
রোম-ইতালির লায়লা ফ্যাশনের স্বত্বাধিকারী লায়লা শাহ বলেন, ‘রমজান প্রায় শেষের দিকে। আমরা চেষ্টা করেছি আমাদের এখানে ভালো কিছু রাখার জন্য। সুন্দর সুন্দর কাপড় যেন স্বল্প মূল্যে দিতে পারি এবং ক্রেতাদের চাহিদা যেন পূরণ করতে পারি, সেই চেষ্টা করেছি।’
লিমা হাউজ অব ফ্যাশনের স্বত্বাধিকারী ফারজানা লিমা বলেন, ‘দাম এবার তুলনামূলকভাবে একটু বেশি, তবে আমি চেষ্টা করছি ক্রেতাদেরকে সুলভ মূল্যে দেয়ার জন্য। আলহামদুলিল্লাহ এবার আমাদের অনেক ভালো বিক্রি হয়েছে।’
ঈদে নতুন পোশাক পরার ক্ষেত্রে ধর্মীয় বিধানের পাশাপাশি রয়েছে আনন্দের অনুভূতি। ক্রেতা ও বিক্রেতা উভয়ের সন্তুষ্টি ইতালির ঈদ বাজারে যুক্ত করেছে নতুন মাত্রা।