একমাস সিয়াম সাধনার পর সারাবিশ্বে উদযাপিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎস পবিত্র ঈদুল ফিতর। এখনও বইছে ঈদের আমেজ।
মুসলিম উম্মাহ ঈদ আনন্দে মাতোয়ারা হলেও কেমন কাটলো বিশ্বের বিভিন্ন দেশে থাকা এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশির ঈদ? যাদের পাঠানো ঘাম ঝড়ানো অর্থ বা রেমিট্যান্সে ঘুরে দেশের অর্থনীতির চাকা। সেই রেমিট্যান্স যোদ্ধাদের মনে কী স্পর্শ করতে পেরেছে ঈদ আনন্দ?
বাংলাদেশি প্রবাসীদের মধ্যে একজন বলেন, 'আমরা যারা প্রবাসে আছি, আমাদের আনন্দ বলতে কিছু নেই। আমরা দেশে থাকতে সবসময় পরিবারের সাথে ঈদ করতাম। অনেক ভালো লাগতো।'
বছরের পর বছর পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে না পারার এমন আক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতারসহ বিশ্বে সব প্রান্তে থাকা প্রবাসীদেরই। প্রতিটি ঈদেই দেশের পুরোনো স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বাংলাদেশি প্রবাসীদের মধ্যে একজন বলেন, 'ছোটবেলায় যেভাবে ঈদগুলো কাটাইছি দেশের মাটিতে। যদিও বাংলঅদেশকে সবসময় আমরা বুকে ধারণ করি, বাংলাদেশের মতো ঈদের আনন্দ বিদেশের মাটিতে নেই। তবুও আনন্দের সাথে থাকতে হয়।'
প্রবাসে জীবিকার তাগিদে ছুটতে গিয়ে এভাবেই নিজের শখ আর আনন্দ বিসর্জন দিচ্ছেন প্রবাসীরা। পরিবার ও দেশের অর্থনীতিতে বড় অবদান রেখে চললেও মাতৃভূমির কাছে খুব একটা চাওয়া নেই তাদের। দেশে ফিরে শুধু পরিবার ও সরকারের কাছে প্রাপ্য সম্মানটুকোর প্রত্যাশা রেমিট্যান্স যোদ্ধাদের।