নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বিশ্ব, যুক্তরাজ্যে হিট পাম্প চালু

0

কার্বন নিঃসরণ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে উন্নত দেশগুলো। যুক্তরাজ্যের ৮৫ শতাংশ কাজ এখনও গ্যাসনির্ভর, দেশটিতে হিট পাম্পের একটি পাইলট প্রকল্পের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বাসিন্দাদের উৎসাহিত করা হচ্ছে।

এই প্রকল্পটি যুক্তরাজ্যের পূর্বাঞ্চলের গ্রাম সোয়াফহ্যাম প্রাইয়রে চালু হয়েছে। এই গ্রামের প্রায় ৩০০ পরিবারের মধ্যে ৬০ শতাংশ হিট পাম্পের সঙ্গে যুক্ত, এই পদ্ধতিটি অনেক সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। আগে এই গ্রামের বাসিন্দারা রান্না থেকে শুরু করে সব কাজেই জ্বালানি তেলের ওপর নির্ভরশীল ছিল।

এক বাসিন্দা বলেন, 'আমাদের তেলের বয়লারটি আকারে অনেক বড় ছিল। কিন্তু হিট পাম্প আকারে অনেক ছোট এবং এটি স্থাপনে বাড়ির দেয়াল বা পাইপ কিছুই পরিবর্তন করতে হয়নি।'

এদিকে পুরো যুক্তরাজ্যে এ প্রকল্প এখনই চালু হচ্ছে না। তবে কার্বনের পরিমাণ শূন্যের কোটায় নিয়ে আসার এটি একটি বড় উদাহরণ।

যুক্তরাজ্যের এনার্জি পারফরম্যান্স চুক্তির প্রধান মাইলস মেসেঞ্জার বলেন, ‘গ্রামীণ এলাকার হিট পাম্প প্রকল্পটি একটি বিশেষ উদাহরণ তৈরি করবে। পুরো গ্রামটি নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভর করবে। কোনো ধরনের কার্বন পরিবেশে ছড়াবে না।’

বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশবান্ধব এ প্রকল্প কার্যকর করতে সরকারকে এগিয়ে আসতে হবে। বিদ্যুতের খরচ কমিয়ে ভর্তুকি দিতে হবে। তাহলে সাধারণ মানুষ আরও বেশি আকৃষ্ট হবেন।