ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানিতে সাফল্য অর্জনে সরকারের যে লক্ষ্যমাত্রা নিয়েছে তা বাস্তবায়নে পর্যাপ্ত বাজেট নেই। বহুক্ষেত্রেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দিকে আমাদের অর্জন তলানিতে। এ নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ’
তিনি বলেন, ‘পরিবেশগত দিক থেকে আমরা ঝুঁকিতে রয়েছি। বহু জেলায় সুপেয় পানির চরম সংকট রয়েছে। নদীগুলোকে পানির আধার হিসেবে ধরা হলেও দূষণের কবলে পড়ে যা জরাজীর্ণ। বুড়িগঙ্গার ন্যায় বহু নদীর পানি শোধন করেও ব্যবহার উপযোগী করা প্রায় অসম্ভব। এমন অবস্থায় বৃষ্টির পানি সংরক্ষণ এবং ব্যবহারে মনোযোগী হতে হবে।’
আরও পড়ুন:
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘ভোলাসহ কয়েকটি গ্যাস কূপ খননের দিকে মনোযোগী হচ্ছে সরকার। এসব কূপে জরিপ কাজ করতে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর উপর দায়িত্ব দিতে চায় সরকার।’
এসময় বাপেক্সের সক্ষমতা না থাকা নিয়েও সমালোচনা করেন তিনি।





