নিজেদের সেনা সক্ষমতা বাড়াতে আরো জোর দিচ্ছে পুতিন সরকার

রুশ সেনাবাহিনী
রুশ সেনাবাহিনী | ছবি: সংগৃহীত
0

নিজেদের সেনা সক্ষমতা বাড়াতে আরো জোর দিচ্ছে পুতিন সরকার। চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ইউক্রেনে অভিযান পরিচালনার জন্য রুশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছেন আরো ৪ লাখ ১০ হাজার সেনা। আসছে বছরও এই প্রক্রিয়া অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। দলে দলে সদস্য যুক্ত হবে সেনাবাহিনীতে।

সংকটের এমন সময় যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনের জন্য বরাদ্দ করা অর্থ শেষের পথে। কিয়েভকে সামরিক সহায়তা দেয়ার পরিমাণ কমাতে হচ্ছে ওয়াশিংটনের। পেন্টাগন বলছে, আগের বরাদ্দের মধ্যে প্রায় ৯৫ শতাংশ অর্থই খরচ হয়ে গেছে, অর্থের অঙ্কে যা ৬ হাজার কোটি ডলার।

পেন্টাগন বলছে, কংগ্রেসে আরো ১০ হাজার কোটি ডলারের আবেদন করেছে বাইডেন প্রশাসন, যেখান থেকে ৬ হাজার কোটি ডলার ইউক্রেনে জরুরি সহায়তার জন্য। কিন্তু যুক্তরাষ্ট্রের ঋণ অনেক বেশি থাকায় সেই তহবিলও অনিশ্চিত।

আরো পড়ুন:

একদিকে যেখানে রাশিয়া সক্ষমতা বাড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরমধ্যে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলছেন, বিপজ্জনক পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য ইউক্রেনে ন্যাটোর সামরিক সহায়তা অব্যাহত থাকবে। যদি ভ্লাদিমির পুতিনের জয় হয়, পুরো বিশ্বের জন্য সেটা ট্র্যাজেডি হবে বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনকে আরো ২ হাজার ১০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে শীত আসতেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে অনবরত হামলা চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধে জেতার বিষয়ে এখনও আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০২৪ সালে যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে নতুন কৌশল অবলম্বনের কথাও জানান তিনি।

সেজু