মার্কিন পণ্যে ৩৪ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা চীনের

আন্তর্জাতিক বাণিজ্য
0

যুক্তরাষ্ট্রের শুল্কারোপের জবাবে মার্কিন পণ্যে ৩৪ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা করেছে চীন। যা কার্যকর হবে ১০ এপ্রিল থেকে।

ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থায়। পাশাপাশি বেশ কিছু দুর্লভ খনিজের ওপর জারি করা হয়েছে রপ্তানি নিষেধাজ্ঞা। বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ২৭টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর।

এদিকে শুল্কারোপের বিরুদ্ধে কানাডা ও ভেনেজুয়েলা পাল্টা পদক্ষেপের ঘোষণা দিলেও নমনীয় অবস্থানে ইতালি, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকা।

শুল্ক ঝড়ের ক্ষতি সামলাতে স্থানীয় প্রতিষ্ঠানের জন্য প্রায় ৩০০ কোটি ডলারের আর্থিক সহায়তা ঘোষণা করেছে তাইওয়ান।

এসএস