আন্তর্জাতিক বাণিজ্য
0

সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রাশিয়া

রাশিয়ায় সমুদ্র উপকূলবর্তী রিসোর্টগুলোর উন্নয়নে প্রায় দেড় ট্রিলিয়ন রুবেল (১৬.৪ বিলিয়ন ডলার) বিনিয়োগ করা হবে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সভাপতিত্বে পর্যটন বিষয়ক এক সভায় রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো এ কথা বলেন।

চেরনিশেঙ্কো বলেন, ‘আমাদের প্রতি এক রুবেলের জন্য পাঁচটি (রুবেল) প্রয়োজন। অর্থাৎ ৩০০ বিলিয়ন রুবেল (৩.৩ বিলিয়ন ডলার) বাজেটের অর্থ বিনিয়োগকারীদের কাছ থেকে ১.৫ ট্রিলিয়ন রুবেল অর্থের দিকে নিয়ে যাবে। এটি সত্যিই একটি খুব বড় পরিমাণ।’

কর্মকর্তারা বলেছেন, ন্যাশনাল প্রজেক্ট বাড়ানোর সময় এবং নতুন রিসোর্টের জন্য অন্যান্য পরিকল্পনা ও কর্মসূচি সংশোধন করার সময় অর্থায়নের বিষয়টির সাবধান বিবেচনা করা উচিত।