সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেয়া এক পোস্টে কোম্পানিটির প্রেসিডেন্ট লু জানান, মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় তাদের স্মার্টফোন তৈরিতে ব্যয় বেড়েছে। যে কারণে স্মার্টফোন বিক্রির দামও বাড়াতে হচ্ছে।
তিনি আরও বলেন, ‘মেমোরি চিপের দাম আরও বাড়তে পারে। ফলে ভবিষ্যতেও স্মার্টফোনের দামে বিরূপ প্রভাব পড়তে পারে।’
আরও পড়ুন:
সম্প্রতি এন্ট্রি লেভেলের কে-৯০ বেজ স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি। এতে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫৯৯ ইউয়ান বা ৩৬৪ ডলার। যেখানে এর আগের বছর ২ হাজার ৪৯৯ ইউয়ান মূল্যে কে-৮০ স্মার্টফোন বাজারে আনা হয়।
লু বলেন, ‘গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে কে-৯০ সিরিজের নতুন স্মার্টফোনের ১২-৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩০০ ইউয়ান কমিয়ে ২ হাজার ৮৯৯ ইউয়ান নির্ধারণ করা হবে।’





