সরকারি কর্মীদের জন্য ডিপসিক ব্যবহার নিষিদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যাপ ডিপসিককে সরকারি কর্মীদের জন্য নিষিদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির প্রতিনিধি পরিষদ কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হয়েছে।

চীনের কাছে তথ্য পাচারের শঙ্কা থেকে নেয়া হয়েছে এই পদক্ষেপ। এর আগে ২০২২ সালে এমন উদ্বেগ থেকে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের জন্য নিষিদ্ধ করা হয় টিকটক।

জনসম্মুখে উন্মুক্তের পর মাত্র কয়েকদিনেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপের তালিকায় শীর্ষে চলে আসে ডিপসিক।

মার্কিন প্রযুক্তিবিদদের দাবি, অ্যাপটিতে ব্যবহার করা হয়েছে এমন একটি গোপন কোড যা ব্যবহারকারীদের তথ্য চীনের কাছে পাচারে সক্ষম।

জানুয়ারিতে উন্মুক্তের পর পুঁজিবাজারে ব্যাপক দরপতনের শিকার হয় এনভিডিয়া, ওপেন এআই ও অ্যাপলসহ বিশ্বের শীর্ষ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান।

এএইচ