প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ওপেন এআইয়ের সঙ্গে অ্যাপলের চুক্তির ঘোষণা

অবশেষে ওপেন এআইয়ের সঙ্গে বহুল প্রতীক্ষিত চুক্তির ঘোষণা দিলো টেক জায়ান্ট অ্যাপল। এখন থেকে আইফোন আর ম্যাকে সহজেই ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, কোম্পানির পণ্যগুলোকে নতুন উচ্চতায় নিতে চান তিনি। এদিকে এই ঘোষণার পর চটে গিয়ে নিজের কোম্পানিতে অ্যাপলের পণ্য নিষিদ্ধের হুমকি দিয়েছেন বিলিওনিয়ার ইলন মাস্ক।

প্রযুক্তির দৌঁড়ে যেন পিছিয়ে পড়তে না হয়, সেই লক্ষ্যে এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিজেদের প্রযুক্তিপণ্যে সংযোজন করতে যাচ্ছে অ্যাপল। ওপেন এআইয়ের চ্যাট জিপিটির সহযোগিতায় এই প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে এসেছে নতুন আপডেট। যেখানে পরিচিত ভার্চ্যুয়াল অ্যাসিস্টেন্ট সিরি সহযোগিতা করবে আরও অনেক কাজে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক্রোসফট আর গুগলের তুলনায় অনেক বেশি তথ্যের গোপনীয়তা ধরে রাখতে নিরাপদ হবে অ্যাপলে ব্যবহৃত এআই।

এই সংযোজন বিনামূল্যে ব্যবহার করা যাবে অ্যাপলের আইফোন, আইপ্যাড ও ম্যাকে। অ্যাপলের আইওএস এইটিন অপারেটিং সিস্টেমে এই আপগ্রেড পাওয়া যাবে বিনামূল্যে। এই ফিচার বেশ ভালো কাজ করবে আইফোন, আইপ্যাড আর ম্যাকবুকের নতুন মডেলগুলোতে।

এই বিষয়ে ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানান, অ্যাপলের সঙ্গে অংশীদারিত্বে বেশ সন্তুষ্ট চ্যাটজিপিটি। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, অ্যাপল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে আরও সহজ হবে অ্যাপলের প্রযুক্তি পণ্যের ব্যবহার। যদিও এই ঘোষণার পর বিনিয়োগকারীদের অসন্তোষে শেয়ারবাজারে ২ শতাংশ দরপতন হয়েছে অ্যাপলের।

নতুন আপগ্রেড অ্যাপল ইন্টেলিজেন্স কোনো পণ্য নয়। অ্যাপলের প্রতিটা প্রযুক্তি পণ্য আর অ্যাপের অংশ হবে এই আপগ্রেড। শুরু থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিরুদ্ধে ছিল অ্যাপল। এজন্য টেক জায়ান্টটিকে বেশ চাপের মুখেও পড়তে হয়েছে। মাইক্রোসফট আর গুগলের সঙ্গে দৌঁড়ে পিছিয়েও পড়েছিলো অ্যাপল। ওপেন এআইয়ের চ্যাটজিপিটির পণ্য নিয়ে এর আগে জবাবদিহিতার মুখে পড়তে হয়েছিল গুগল আর মাইক্রোসফটকে।

এদিকে এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছেন কোটিপতি টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সরাসরি বলেছেন, যদি আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওপেন এআইয়ের সঙ্গে অপারেটিং সিস্টেমে সংযুক্ত হয়, নিজেদের প্রতিষ্ঠানে কর্মীদের জন্য অ্যাপলের সব পণ্য নিষিদ্ধ করবেন তিনি। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা আর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের স্বত্বাধিকারী তিনি।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর