আইফোনের দাম বাড়ানোর কথা ভাবছে অ্যাপল

সাজিয়ে রাখা আইফোন
সাজিয়ে রাখা আইফোন | ছবি: ব্লুমবার্গ
0

আইফোনের দাম বাড়ানোর কথা ভাবছে অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানা গেছে। যদিও চীন থেকে আসা পণ্যের শুল্কের সাথে একে সম্পৃক্ত করছেনা অ্যাপল।

মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনায় সবচেয়ে আক্রান্ত সংস্থাগুলোর মধ্যে অ্যাপল অন্যতম, যা সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পের ধারাবাহিক শুল্ক আরোপের পর তীব্র আকার ধারণ করেছে।

দাম বৃদ্ধি অ্যাপলকে শুল্কের ফলে সৃষ্ট উচ্চ খরচ কমাতে সাহায্য করতে পারে যা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করেছে এবং কোম্পানিকে ভারতে আরও উৎপাদন স্থানান্তর করতে বাধ্য করেছে।

অ্যাপল চলতি মাসের শুরুতে জানিয়েছিল যে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে শুল্কের ফলে প্রায় ৯০০ মিলিয়ন ডলার বাড়তি খরচ হবে এবং এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ আইফোন ভারত থেকে আসবে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে সস্তা আইফোন সিক্সটিন মডেলটি ৭৯৯ ডলার মূল্যে বাজারে এসেছিল তবে শুল্কযুদ্ধের কারণে এর দাম ১১৪২ ডলার পর্যন্ত হতে পারে।

এএইচ