গবেষণা সংস্থা কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী, চীনে স্থানীয় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তুমুল প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোকে।
চীনা ফোনের বাজারে একদিকে হুয়াওয়ের ব্যয়বহুল সেটের বিক্রি বেড়েছে, অন্যদিকে ওপ্পো, ভিভো ও শাওমির মতো প্রতিষ্ঠানগুলোর ফোনের দামের সঙ্গেও পাল্লা দিতে হচ্ছে অ্যাপলকে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির অন্যতম বড় বাজার চীন। দেশটিতে বিক্রি কমার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে অ্যাপলের পণ্য বিক্রিতেও।
জানুয়ারির শুরু থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত একই সময়ে সারা বিশ্বে অ্যাপলের পণ্য বিক্রি কমেছে সাত শতাংশ। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় হুয়াওয়েকে ফাইভ-জি মোবাইল ইন্টারনেটের জন্য জরুরি প্রযুক্তি ও চিপ সরবরাহ বন্ধ।
এতে কয়েক বছর ব্যবসায়িক বিপর্যয়ের পর গেলো আগস্টে মোট সিক্সটি সিরিজের ফাইভ-জি স্মার্টফোন বাজারে ছেড়ে চমকে দেয় হুয়াওয়ে।