সাংহাই অটো শো। ক্রেতাদের আকৃষ্ট করতে গাড়ির ভেতর অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে হাজির চীন, ইউরোপসহ নতুন প্রজন্মের নির্মাতারা।
ড্যান্সি কার, অত্যাধুনিক ড্রোন, উড়ন্ত গাড়ি। রয়েছে থ্রিডি সিনেমা দেখার সুবিধা। অথবা গাড়ির ভেতর আপনার খেতে মন চাইলো কফি। সবই মিলবে চীনের নির্মাণ করা অত্যাধুনিক এই গাড়িতে। এতে ব্যবহার করা হয়েছে রেফ্রিজারেটরও। থাকছে কিচেন এক্সটেন্ডার কিট।
অত্যাধুনিক এই প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে চীনের রক্স মোটর। রক্স ওয়ান, অল-টেরেন বিলাসবহুল এই এসইউভির দাম পড়বে ৪১ হাজার ডলার। শুধু এসইউভি নয়, সাংহাই অটো শোতে এবার প্রদর্শন করা হচ্ছে ১০০ টিরও বেশি নতুন মডেলের গাড়ি।
প্রদর্শনকারীদের একজন বলেন, ‘আমাদের কাছে বিশ্বের সেরা চ্যাসিস আছে। গাড়ির ভেতর আপনি ফোরডি সিনেমা দেখতে পারবেন। পাশাপাশি গাড়িটি সাসপেনশনের মাধ্যমে নিজে নিজে চলতে পারে। এমনকি সিট ম্যাসাজসহ আপনাকে ভিন্ন রকম এক অভিজ্ঞতা দেবে। আমরা এখানে অনেক নতুন প্রযুক্তি বিকাশের সুযোগ পেয়েছি।’
আরেকজন বলেন, ‘গাড়ির ভেতর বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা আছে। এটি ২২০০ কিলোওয়াট পর্যন্ত সরবরাহ করতে পারে। যার মাধ্যমে পানি কফি গরম করতে পারবেন। গাড়িতে একটি চুলা রয়েছে, আপনি সবকিছু রান্না করতে পারবেন। গাড়িতে সবকিছু তাজা রাখার জন্য রেফ্রিজারেটর ব্যবহার করা হয়েছে।’
২১তম সাংহাই অটো শো দেখতে প্রতিদিন ভিড় করেছেন গাড়িপ্রেমী ও উৎসুক দর্শনার্থী। প্রদর্শনী চলবে আগামী ২রা মে পর্যন্ত।